আমার পরিচয়

এফাজ মোবারক

নিজের বলার মতো কিছু কথা আর কবিতা নিয়েই আমার জীবন। সব কথা বলা যায় না কবিতায়, কবিতাও সবার জন্য নয়। কিছু কথা বলতে হয় বলার ভাষায়। সেইসব বলা না বলা কথা আর কবিতা নিয়েই আমার জীবন-যাপন। এছাড়া জীবনের তাগিদে নানান কাজ করে আমার সময়গুলো কেটে যায় ভীষণ ব্যস্ততায়। বই পড়া, ভ্রমণ, লেখালেখি, ব্যবসা আমার পছন্দ বিষয়।

প্রকাশিত বইঃ


প্রকাশিতব্যঃ জিগোলো—সভ্যতা ধ্বংসের শেষ আলামত পুরুষ যৌনকর্মী—ঘৃণিত পেশার বিকৃত রূপ

পরিসেবাঃ

বুক রিভিউ

যেকোনো বই নিয়ে বিভিন্ন লিখিত রিভিউ ও ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি। বইয়ের নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে থাকি—যা পাঠকের কাছে বইয়ের ভালো-মন্দ দিক উন্মোচিত করে এবং বই ক্রয় করতে পাঠকদের সহযোগিতা করে।

প্রুফ রিডিং ও সম্পাদনা

যেকোনো বইয়ের ভাষা সম্পাদনা ও প্রুফ রিডিং এর কাজ করে থাকি। বই, পান্ডুলিপি ও লেখা সম্পাদনা করে নির্ভুল কাজ তুলে ধরি।

কন্টেন্ট রাইটিং

ইসলামিক ও যেকোনো বিষয় নিয়ে কন্টেন্ট লিখে থাকি। সেটা ভিডিও কন্টেন্ট হতে পারে আবার টেক্সটও। এছাড়া বিভিন্ন প্রডাক্টের জন্য রিভিও লিখে থাকি।

উদ্দোক্তা

আমি একজন উদ্দোক্তা। লেখালেখির পাশাপাশি নিজের ব্যবসা নিয়ে সময় কাটাই। সেসকল বিষয় নিয়ে পড়াশোনা করি। ব্যবসা, উদ্দোক্তা নিয়ে যেকোন আলাপ আলোচনা করে থাকি। বর্তমানে কাঠের প্রডাক্ট নিয়ে কাজ করছি। আগামীতে নতুন কিছু প্রডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছে আছে।

আমার বিজনেস পেইজ: https://www.facebook.com/woodcornerbd

পারসোনাল পেইজ: https://www.facebook.com/efazmobarak